শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এবার নিখোঁজ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থেকে নাসির উদ্দিন (৫৫) নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী নিখোঁজ হয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব ও শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম-সম্পাদকও। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বনানী থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের শ্বশুর আবদুল মান্নান খান বাদী হয়ে বনানী থানায় একটি জিডি করেছেন। জিডিতে অভিযোগ করা হয়, নাসির উদ্দিন কনকর্ড লেক সিটির বৈকালী ভবনের ৬/এসবি-১/৩ ফ্লাটে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হন। দুপুরে তার স্ত্রী নিশাত জাহানের সঙ্গে মোবাইলে কথা হয়। বিকাল তিনটা থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের স্বজন নাইম আহমেদ জুলহাস জানান, নাসির খিলক্ষেতে লেক সিটি কনকর্ড কো-অপারেটিভ সোসাইটি নামে একটি বৈধ সংগঠনের সভাপতি। অপরদিকে ওই এলাকার অননুমোদিত সংগঠন লেক সিটি কনকর্ড ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি হলেন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দাবিদার কামরুজ্জামান মাহবুব। নাসির তার সংগঠনের পক্ষে ওখানে একটি ক্লাব ও সুপারশপ গড়ে তোলেন। কিন্তু এসব মাহবুব মানতে পারছিলেন না। তিনি গত ১৬ ডিসেম্বর দলবল নিয়ে ক্লাবে গিয়ে নাসিরের লোকদের মারধর করেন। পরের দিন নাসিরকে কল করে দেখে নেওয়ার হুমকি দেন। এর মধ্যে নাসির ওই ক্লাবের পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করছিলেন। এসব কারণে নাসিরকে তার বিরোধী পক্ষ অপহরণ করতে পারে বলে জুলহাসের ধারণা। বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন রানা জানান, নাসিরের পরিবার বলছে, বৃহস্পতিবার দুপুরে নাসির কর্মস্থলে যাওয়ার পথে বনানী নেমে তার পরিচিত এক লোকের সঙ্গে দেখা করেন। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। অভিযোগ পেয়ে নিখোঁজের সর্বশেষ স্থান জেনেছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর