শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ : কাদের

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিভীষিকায় হারিয়ে যেতে হবে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত প্রসঙ্গে বিএনপির বক্তব্যের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে কমিশনারের বক্তব্যে বিএনপি পঞ্চমুখ হয়েছিল। এখন একটু স্বার্থে লাগলেই তারা কুণ্ঠিত হন। আসলে বিএনপি যে কোনো কিছু নিয়ে একটা মন্তব্য করবেই। জাতীয় সংসদের ৩০০ আসনই বিএনপি পাবে এমন নিশ্চয়তা পেলে তারা নির্বাচন কমিশন নিয়ে আর কোনো কথা বলবে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বিএনপি কি বাংলাদেশকে বিশ্বাস করে? না, করে না। আমরা শুধু জামায়াতকে বলি তারা পাকিস্তানের ধ্যান-ধারণায় চলছে। আসলে বিএনপিও একই। গতকাল জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর ক্রোড়পত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুনতাসীর মামুন। ‘২৬ বছরের অভিযাত্রা ও নির্বাচনের বছরে নির্মূল কমিটির আন্দোলন’ নামের ব্যানারে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সামসুল হুদা। বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, শাহীন রেজা নূর, ডা. নুজহাত চৌধুরী, শমী কায়সার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর