শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গণতন্ত্র পুনরুদ্ধার খালেদা জিয়ার নেতৃত্বেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে, আজকে দেশে গণতন্ত্র হরণ করা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। আসুন গণতন্ত্র পুনরুদ্ধারের  যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই  গণতন্ত্র আমরা ফিরিয়ে আনব।’ গতকাল রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সকালে দলের প্রধান বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন। জিয়াউর রহমানের ৮২তম জন্মদিনে জাতীয়তাবাদী শ্রমিক দল এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ নির্মাণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য দেন। এরপর বিএনপি মহাসচিব বেলুন ও সাদা কবুতর উড়িয়ে এই শোভাযাত্রা বের করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার  হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, শ্রমিক দলের শাহ মো. আবু জাফর, ঢাকা দক্ষিণ সিটির কাজী আবুল বাশার, উত্তর সিটি করপোরেশনের মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে নয়াপল্টনে এসে শেষ হয়। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ষষ্ঠ তলায় জিয়া স্মৃতি পাঠাগারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের কেক কাটেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন ও জিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জহির দীপ্তি প্রমুখ। সরকারের আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের যোগসাজশেই উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন স্থগিত করানো হয়েছে বলেও দাবি করেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন যোগ্য নয়। তারা সরকারের আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশ করে এই কাজটা (নির্বাচন স্থগিত করানো) করেছে। এটা খুব সুস্পষ্ট সরকার খুব ভালো করে জানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনটা হলে তাদের পরাজয় অবিসম্ভাবী ছিল। সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা আজকে এই  যোগসাজশ করে এই রিট করেছে এবং স্থগিত করিয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর