শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাগরণ ঠেকাতেই নারী নির্যাতন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

জাগরণ ঠেকাতেই নারী নির্যাতন বাড়ছে

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশ ক্রমেই যেন সঙ্কুচিত হয়ে আসছে। কেউ নিরাপত্তা বোধ করতে পারছেন না। নারীর জাগরণ ও অগ্রযাত্রা সহ্য করতে না পেরে পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি নির্যাতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়া সাহা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। সম্মেলনে গত বছর দেশে ১৫ সংখ্যালঘু নারী গণধর্ষণের শিকার, ১৮ জনের ধর্ষিত হওয়ার ও ১১ জনের ধর্ষণের চেষ্টার শিকার হওয়ার তথ্য উপস্থাপন করা হয়। সুলতানা কামাল বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীর জাগরণ ও উত্থান যখন তারা ঠেকাতে পারে না, তখন তারা নারী নির্যাতনও অনেক বেশি বাড়িয়ে দেয়, যে অবস্থাটা এখন আমরা দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বিরাজ না করলে ও দীর্ঘসূত্রতা না থাকলে এবং সত্যিকারের অপরাধীদের চিহ্নিত করে যথাসময়ে শাস্তির আওতায় আনা হলে ঘটনাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ত না। দেখতে পাচ্ছি, রাষ্ট্র তার ভূমিকা সেরকমভাবে পালন করেনি। সুলতানা কামাল বলেন, গত তিন বছরে এমন কয়েক হাজার ঘটনা ঘটেছে, যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নানা ধরনের অত্যাচার করা হয়েছে। পরিসংখ্যান থেকে বলা যায়, প্রতিদিন গড়ে ৩  থেকে ৫টি এ রকম ঘটনা ঘটেছে। সেগুলোতে নিষ্ঠুরতা, বর্বরোচিত ও অসভ্য কিছু আচরণেরও পরিচয় পাওয়া যায়। সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত, মহিলা ঐক্য পরিষদের সভাপতি জয়ন্তী রায়, সাবেক সভাপতি সাবিত্রী ভট্টাচার্য ও সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু ধর বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর