শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হার জেনেই ডিএনসিসি উপনির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

হার জেনেই ডিএনসিসি উপনির্বাচন স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ হার জেনেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত করেছে। ডিএনসিসির উপনির্বাচন নিয়ে রিটের শুনানি পরদিন পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ওইদিন অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে আদালত নির্দেশ দেয়। অথচ তিনি শুনানিতে গেলেন না। রাষ্ট্রপক্ষ আপিলেও যায়নি। এ থেকেই বোঝা যায় সরকার পরোক্ষভাবে এই নির্বাচন স্থগিত করেছে। দেশের মানুষ বোকা নয়। তারা সব বোঝে। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন জাগপা সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান। সংগঠনের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ প্রমুখ। মওদুদ বলেন, সরকার যদি সত্যিই নির্বাচন চাইত, তাহলে হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যেত। তাহলে হাই কোর্টের আদেশ স্থগিত হয়ে যেত এবং নির্বাচন হয়ে যেত। এখন তারা হাত-পা গুটিয়ে ফেলেছেন। এমন একটা ভাব যে, এই স্থগিতাদেশ একটা স্থায়ী বিষয়, এর বিরুদ্ধে যেন আপিল করা যায় না। তিনি বলেন, এটাই প্রমাণ করে, সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশে এই নির্বাচন স্থগিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর