শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মা হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মা হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন (৩৭)। রাষ্ট্রীয় কাজ নিয়ে সারা দিনই তাকে ব্যস্ত থাকতে হয়। তিনিই জানালেন তিনি মা হচ্ছেন। আগামী জুনে প্রথমবারের মতো তার সন্তান পৃথিবীতে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল তিনি এ কথা জানান। পরে অকল্যান্ডে রীতিমতো এক সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী। এ সময় পাশে ছিলেন তার স্বামী  ক্লার্ক গেফোর্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দার মা হওয়ার পেছনে একটি বিশেষত্ব রয়েছে। তা হলো পশ্চিমা বিশ্বের কোনো ক্ষমতাসীন নেতা হিসেবে সন্তানসম্ভবা প্রথম ব্যক্তিত্ব (প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি) হচ্ছেন তিনি। তবে এ ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় হচ্ছেন তিনি। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯০ সালে একটি মেয়েসন্তানের জন্ম দিয়েছিলেন। কিউই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিজে যে সন্তানসম্ভবা তা তিনি প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ছয় দিন আগে জানতে পারেন। মা হওয়ার পর ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নেবেন বলেও জানিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স। বিজনেস ইনসাইডার, বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর