সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ব্যাপক নারী বিক্ষোভে ট্রাম্পের দ্বিতীয় বর্ষ

বাজেট নিয়ে অচলাবস্থা কাটেনি

প্রতিদিন ডেস্ক

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বছর ছিল বাগাড়ম্বর কিন্তু অন্তঃসারশূন্য। আর দ্বিতীয় বছর শুরু করেছেন যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক লাখ নারীর বিক্ষোভের মধ্য দিয়ে। গত বছর অভিষেকের পরদিনও নারীদের বিশাল বিক্ষোভ দেখেছিলেন ট্রাম্প। সেই বিক্ষোভের বর্ষপূর্তিতে শনিবার ওয়াশিংটন,

লস অ্যাঞ্জেলস, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০ শহরে মার্কিন প্রেসিডেন্টের নেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে নারীরা রাস্তায় নেমে আসেন। এদিকে নতুন বছরে নতুন বর্ধিত বাজেট সিনেটে পাস না হওয়ায় সেখানকার কেন্দ্রীয় সরকারের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে রয়েছে। বিভিন্ন খাতে কাজে যোগ দেওয়া থেকে বিরত রয়েছেন কর্মকর্তা, কর্মচারীরা। এই বাজেট অনুমোদনের জন্য ডেমোক্র্যাটদের কাছে ধরনা দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল রিপাবলিকান। শনিবার নারীদের বিক্ষোভে ডেমোক্র্যাট পার্টির সমর্থকরা ছাড়াও অভিনেত্রী, লেখিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পুরুষও অংশ নেন। ট্রাম্পের নেওয়া বিভিন্ন নীতি নারীদের আঘাত করছে মন্তব্য করে তারা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দিতে জনগণের প্রতিও আহ্বান জানান। বিক্ষোভের প্রতিক্রিয়ায় ট্রাম্প টুইটারে বলেছেন, তার মেয়াদের প্রথম বছর নারীরা অনেকভাবেই সুবিধা পেয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া ৩৯ বছর বয়সী আইনজীবী কেটি ওকনর বলেন, ‘আমি চাই ট্রাম্প চলে যাক। এ প্রশাসন নারীদের জন্য ভালো কিছু করবে এমনটা বিশ্বাস করি না।’ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভের মধ্যে কেবল লস অ্যাঞ্জেলসের বিক্ষোভেই প্রায় ছয় লাখ নারী পুরুষ উপস্থিত ছিলেন বলে শহরটির মেয়র এরিক গারসেটি জানিয়েছেন। শিকাগোর গ্র্যান্ট পার্কে বিক্ষোভেও দুই থেকে তিন লাখ মানুষ অংশ নিয়েছেন। ওয়াশিংটনে ডেমোক্র্যাট পার্টির অনেক নেতাকে দেখা গেছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু অংশের নেতা ন্যান্সি পেলোসি, ‘প্রেসিডেন্ট যখন অভিষেকের বর্ষপূর্তি করছে, আসুন আমরা তাকে এফ গ্রেড দিই।’ নিউইয়র্ক টাইমস, বিবিসি।

সর্বশেষ খবর