সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ ৮ ভাগ ভোটও পাবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ৮ ভাগ ভোটও পাবে না : ফখরুল

বিএনপি ভোট কম পেলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে এই পাল্টা প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, আমরা নাকি ৮ ভাগও ভোট পাব না। তাহলে ভোট দিচ্ছেন না কেন? একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন, দেখা যাক কে কত ভোট পায়। আপনারা হলে আপনারা আছেন, আমরা হলে আমরা আছি। না হলে নেই। সেটা তো করবেন না। আপনারা জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে আপনারা ৮ পারসেন্টেও থাকবেন না।’ গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত আলোচনা সভা ও পুস্তক প্রদর্শনী হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। সংগঠনের সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তি, সাঈদ আহমেদ আসলাম প্রমুখ বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, ‘এরা (সরকার) সহজেই নির্বাচন করবে না। কারণ, জানে, নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে এরা কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে না পারলে এদের যে কী হাল হবে এ বিষয়ে জনগণ খুব ভালো করে জানে।’ স্থগিত হওয়া উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে  যোগসাজশ করে এই কাজটা (স্থগিত) করেছেন যাতে করে রিট হয় এবং নির্বাচন করতে না হয়। নির্বাচন করলেই তো আপনাদের ভরাডুবি। সিটি করপোরেশন নির্বাচনে আপনাদের ভরাডুবি অবধারিত ছিল বলে আপনারা নির্বাচন বন্ধ করেছেন।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল (রবিবার) তিনি বলেছেন বিএনপি একটি অবোধ দল, বোধ নাই। আর আপনি (অর্থমন্ত্রী) হচ্ছেন  বোধ সম্পন্ন মানুষ। এমন বোধ সম্পন্ন যে আপনি বলেন, সাড়ে ৪ হাজার  কোটি টাকা লুট করে নিয়ে যায়- ওই টাকা কিছু না। আপনার মন্ত্রণালয়ের অধীনে বেসিক ব্যাংকের হাজার হাজার  কোটি টাকা লুট হয়ে যায়, আপনি বলেন যে, কিছুই না। আপনার সহকর্মী মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি একটা ব্যাংক নিয়েছিলেন আপনার কাছ  থেকে। সেই ব্যাংক লাটে উঠে গেছে। ৫ হাজার টাকার চেক দিলেও ফেরত আসে। এ সময় বিএনপির সর্বস্তরের  নেতা-কর্মীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার তাগিদ  দেন মির্জা ফখরুল।

সর্বশেষ খবর