মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে ইঁদুরের কামড়ে আহত অতিথি

নিজস্ব প্রতিবেদক

মশার কামড় অভ্যাগতদের অতিষ্ঠ করলেও এতদিন টনক নড়েনি হযরত শাহজালাল আন্তর্জার্িতক বিমানবন্দর কর্তৃপক্ষের। এবার ইঁদুরের কামড়ে নড়েচড়ে উঠেছে সবাই। গতকাল সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কক্ষে ইঁদুরের কামড়ে আহত হয়েছেন এক নারী অতিথি। এ ঘটনায় তোলপাড় বিমানবন্দর।

জানা গেছে, সকাল ৯টার দিকে ২ নম্বর ভিআইপি কক্ষ দোলনচাঁপায় একটি গোয়েন্দা সংস্থার মহাপরিচালক অবস্থান করছিলেন। এ সময় তার সঙ্গে এক নারী অতিথিও বসা ছিলেন। হঠাৎ একটি ইঁদুর ওই নারীর পায়ে কামড় দিয়ে চম্পট। এতে তিনি চিৎকার করে ওঠেন। আহত নারী নিজের পায়ের ক্ষতস্থান দেখানোর পর আশপাশের অন্য অতিথিরাও আঁতকে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ওই নারীর জন্য বাইর থেকে ভ্যাকসিন আনানো হয়। এরপর বিমানবন্দরের একজন ডাক্তারকে ডেকে ওই নারীর শরীরে ভ্যাকসিনটি পুশ করানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়। এ সময় পাশের কনফারেন্স রুমে পূর্ব নির্ধারিত একটি সমন্বয় বৈঠক চলছিল। ইঁদুরের কামড়ের ঘটনার খবর ওই বৈঠকে উপস্থিতদের রসালো আলোচনার খোরাক হয়। অবশ্য ইঁদুর দমনের জন্য তাত্ক্ষণিক একজন পেশাদার পেস্ট কন্ট্রোল নিয়োগের নির্দেশ দেন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম। এ বিষয়ে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি বিমানবন্দরে ইঁদুর, মশা, মাছি, বিড়াল ও তেলাপোকার উপদ্রব আশঙ্কাজনক বেড়ে গেছে। ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বিড়াল নিধন করে। এখন বিড়াল না থাকায় ইঁদুরের দৌরাত্ম্য বেড়েছে ।

সর্বশেষ খবর