মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাতীয় পার্টির সময় গুম-খুন হয়নি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির সময় গুম-খুন হয়নি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাপার ৯ বছরের শাসনামলে দেশে কোনো গুম-খুন হয়নি। দেশের মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়। তাই মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি সরকার ক্ষমতায়। জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। গতকাল রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত দলের যৌথসভায় তিনি এ কথা বলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়। সভায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট সালমা ইসলাম, আজম খান প্রমুখ। উপস্থিত ছিলেন— কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, মেজর খালেদ আখতার (অব.), উপদেষ্টা কাজী মামুনুর রশীদ প্রমুখ। এরশাদ বলেন, অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে। এটা শুনতে খারাপ লাগে। তবে জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে। তিনি বলেন, তার ওপরে যে অত্যাচার হয়েছে, পৃথিবীর কোথাও কোনো দেশের রাজনৈতিক নেতা এরকম নির্যাতিত, নিপীড়িত হয়নি। তিনি বলেন, দুই দলের কেউ তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি।

সর্বশেষ খবর