মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খালেদা ছাড়া নির্বাচন নয়

নিজস্ব প্রতিবেদক

খালেদা ছাড়া নির্বাচন নয়

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে ‘সোজা আঙ্গুলে ঘি উঠবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একইসঙ্গে তিনি নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান। গয়েশ্বর রায় বলেন, ‘খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না। তাই জনগণকে সংগঠিত করতে হবে, আমাদের সংগঠিত হতে হবে। আন্দোলন করব না— এমন প্রতিজ্ঞা তো করি না, আন্দোলন করব না—এই প্রতিশ্রুতিও আমরা কাউকে দেইনি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না—এটা সবাই জানে। সুতরাং আন্দোলনে আমরা আছি, এই আন্দোলনকে কখন কোথায় নিয়ে যাওয়া হবে এটা আমাদের নেতাদের দায়িত্ব। কোনো কৌশল করলে চলবে না। আন্দোলনের রূপরেখাটা আমাদের ঠিক থাকতে হবে।’ গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘আক্তার হোসেন মুক্তি পরিষদ’ আয়োজিত বিএনপি মহানগর উত্তরের কারাবন্দী সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের সভাপতি দিদার আহমেদ মোল্লার সভাপতিত্বে সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আনজু, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, মহানগর নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, আবদুল মতিন, এজিএম শামসুল হক, শামীম পারভেজ প্রমুখ এতে বক্তব্য দেন। রাজপথে যেসব নেতা-কর্মী গ্রেফতার হচ্ছেন তাদের ‘সাহসের’ প্রশংসা করে গয়েশ্বর রায় বলেন, ‘আক্তার বাড়ি থেকে নয়, রাজপথ থেকে গ্রেফতার হয়েছেন। সাম্প্রতিকালে শতাধিক নেতা-কর্মী রাজপথ থেকে বীরের মতো গ্রেফতার হয়েছেন। আমরা অনেকেই আছি ঘরে বসে থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হচ্ছি, আন্দোলন-সংগ্রাম না করে। এটা গর্বে নয়, অসম্মানের। সবাইকে রাজপথে এসে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশের অবস্থা ‘সংকটজনক’ অভিহিত করে তিনি বলেন, ‘ভোট ডাকাতি করে ২০১৪ সালের মতো নির্বাচন কোনোদিন এ দেশের জনগণ আর হতে দেবে না। না। আপনার (শেখ হাসিনা) অধীনে কোনো নির্বাচন এদেশে হবে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি সব কিছু করবে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সামনে থেকে করবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর