সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ে অবৈধ অস্ত্রের রাজনীতি করছে সন্ত্রাসীরা

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে অবৈধ অস্ত্রের রাজনীতি করছে সন্ত্রাসীরা

দীপংকর তালুকদার

পার্বত্যাঞ্চলে উপজাতীয় সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের রাজনীতি করছে। এ অভিযোগ করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের চাঁদাবাজি, হুমকি, অপহরণ, মুক্তিপণ আদায়, গুম, খুনের মতো ঘটনা পাহাড়ে এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। পার্বত্যাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীরা নিরীহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পাহাড় এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই পার্বত্যবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সময় এসেছে রুখে দাঁড়াবার, প্রতিরোধ গড়ে তোলার। প্রশাসন অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে বাধ্য হবে। প্রশাসনকে তার দায় নিতে হবে। তিনি সাঁড়াশি অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জোর দাবি জানান। রবিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মহা-সমাবেশে দীপংকর তালুকদার এসব কথা বলেন। দীপংকর তালুকদার সন্তু লারমাকে উদ্দেশ করে বলেন, আপনি পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করার নিশ্চয়তা দিয়ে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন। সে থেকে সরকারের সুযোগ-সুবিধা নিয়ে আপনি শান্তিতে আছেন। কিন্তু পাহাড়ের মানুষ শান্তিতে নেই। সমাবেশে তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর, বাস ও লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি কাজি মো. জালুয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এর আগে সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে সন্ত্রাসবিরোধী বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে সচেতন নাগরিক সমাজ ব্যানারে আয়োজিত মহা-সমাবেশে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে গণমানুষের ঢল নামে। এ মহা-সমাবেশে প্রায় ২০ হাজারেরও অধিক মানুষের সমাগম হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর