বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শুরু হচ্ছে আলোচিত চট্টগ্রাম টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরিতে পরে চট্টগ্রাম টেস্ট খেলতে পারছেন না সাকিব আল হাসান। বিশ্ব সেরা অলরাউন্ডারের অভাব পূরণ করতে তিন তিনজন বাড়তি স্পিনার নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ছয় স্পেশালিস্ট স্পিনার এখন দলে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন নজির নেই। আজ চন্ডিকা হাতুরাসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামছে বাংলাদেশ। খেলতে পারছেন না সাকিব। ১০ম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। প্রতিপক্ষ হাতুরাসিংহে, খেলতে পারছেন না সাকিব, টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মাহমুদুল্লাহর এবং বাংলাদেশ স্কোয়াডে ৬ স্পেশালিস্ট স্পিনার-এসব বিষয়ের জন্যই চট্টগ্রাম টেস্ট এখন দেশের সবচেয়ে আলোচিত টপিক। হাতুরার কোচিংয়ে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এই সময়ে সাফল্য-ব্যর্থতা মিলিয়ে বাংলাদেশের গ্রাফ উপরেই উঠেছে। টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে। আবার ওয়ানডেতে সিরিজ জিতেছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলেছে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। সেই হাতুরাসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। হাতের রেখার মতো তিনি চিনেন মাহমুদুল্লাহদের। হাতুরাসিংহের কোচ বলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টটি আলাদা আবেদন ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়।দুই দল এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৮টি। বাংলাদেশের জয় সাকল্যে একটি। সেটা আবার গত বছর নিজেদের ১০০তম টেস্টে। কলম্বোয় ঐতিহাসিক টেস্ট ম্যাচটিই দুই দলের সর্বশেষ লড়াই। চট্টগ্রামে দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৪ সালে।

ম্যাচটি ড্র হয়েছিল। মাহমুদুল্লাহ খেলেছিলেন টেস্টটি। কিন্তু টেস্ট বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে কুমার সাঙ্গাকারার জন্য। টেস্টটিতে প্রথম ইনিংসে ৩১৯ রানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ নামছে সর্বশেষ মুখোমুখিতে জয় এবং চট্টগ্রামের ড্র টেস্টের আত্মবিশ্বাস নিয়ে। তবে একাদশে কয় স্পিনার খেলবেন সেটা কিন্তু আলোচনাতেই রয়ে গেল।

সর্বশেষ খবর