শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপির সংকট এখন ঘনীভূত হবে : কাদের

গাজীপুর প্রতিনিধি

বিএনপির সংকট এখন ঘনীভূত হবে : কাদের

দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজার পরিণতি সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এ জন্য রাজনৈতিক নয়, বিএনপির অভ্যন্তরীণ সংকট এখন ঘনীভূত হবে। সে লক্ষণ আমরা টের পাচ্ছি।’

গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাসে বিআরটিএ প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এ সরকারের আমলে দুদক এ মামলা করেনি। এ মামলাটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। যখন মাইনাস টু ফর্মুলা কার্যকর করার নীলনকশা হয়েছিল, সেসময় আমাদের নেত্রীও ছিলেন মাইনাস টুর পরিকল্পনায় তাদের ব্লু প্রিন্টের অংশ, সেই সময়ে এ মামলা হয়েছে। তখন আমাদের নেত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা হয়েছে। নেত্রীর মামলাগুলো তদন্ত হয়েছে এবং তদন্ত করে কোনো সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ না পাওয়ায় আদালতই সেগুলো প্রত্যাহার করেছে। আর বেগম জিয়ার কিছু মামলা অলরেডি নেই। কিন্তু কিছু মামলা যেমন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা রয়েছে। সরকারের এখানে কোনো সংশ্লিষ্টটা নেই। এ মামলা নিয়ে তড়িঘড়ি করার কোনো ঘটনা নেই। ১০ বছর ধরে এ মামলা চলে আসছে। তারপরও বিএনপি নেতারা বলছে তড়িঘড়ি করে করা হয়েছে। মামলাগুলোয় বেগম জিয়া যদি ঠিকমতো হাজিরা দিতেন, তবে অনেক আগেই রায় হয়ে যেত। তিনি নিজেই দেরি করে এই সময় পর্যন্ত নিয়ে এসেছেন। এর জন্য তো বিএনপি দায়ী। এর জন্য বেগম জিয়া এবং তার আইনজীবীরা দায়ী।’ তিনি বলেন, ‘বিএনপি ৭ ধারা কেন তাদের গঠণতন্ত্র থেকে তুলে দিয়েছে, তা এখন পরিষ্কার। বেগম জিয়া তার অনুপস্থিতিতে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি দুর্নীতির অভিযোগে দণ্ডিত। ৭ ধারা চলে যাওয়াতে যে কোনো দুর্নীতিবাজ এখন বিএনপির নেতা হতে পারে। তার প্রমাণ তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা।’ মন্ত্রীর সঙ্গে এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, প্রকল্প পরিচালক সানাউল হক, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এন নাহিন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর