শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রায়ে সরকারের কোনো হাত নেই

টঙ্গী প্রতিনিধি

রায়ে সরকারের কোনো হাত নেই

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের কোনো হাত নেই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় প্রদান করেছেন। তিনি বলেন, বাংলাদেশে যে-ই দুর্নীতি করুক না কেন তাকেই বিচারের আওতায় আসতে হবে। গতকাল সকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান নেই। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, এস. এম আলম ও সালাহউদ্দিন আহমেদ খোকা প্রমুখ।

সর্বশেষ খবর