শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা-মালদ্বীপ-উত্তর কোরিয়া নিয়ে ফোনালাপ ট্রাম্প-মোদির

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা-মালদ্বীপ-উত্তর কোরিয়া নিয়ে ফোনালাপ ট্রাম্প-মোদির

মালদ্বীপের রাজনৈতিক সংকট, আফগানিস্তানের যুদ্ধ এবং মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের

দুই নেতার আলাপে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৬ লাখ ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গার দুর্দশার বিষয়টিও উঠে এসেছে। ট্রাম্প প্রশাসন এশিয়াজুড়ে চীনা আধিপত্যের ভারসাম্য রক্ষার জন্য ভারতের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক নিবিড় করার চেষ্টা চালাচ্ছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ‘ট্রাম্প এবং মোদি দুজনই মালদ্বীপের রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক মর্যাদা এবং আইনের শাসন অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব  দিয়েছেন।’ ফোনালাপে আফগানিস্তানের নিরাপত্তার ব্যাপারে দুই নেতা পুনরায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওয়াশিংটন সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ তুলে তাদের সাহায্য দেওয়া কমিয়েছে। ওদিকে, ভারত সম্প্রতি আফগানিস্তানে সাহায্য বাড়িয়েছে এবং আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। আলোচনায় এসেছে উত্তর কোরিয়া নিয়ে সংকটের বিষয়টিও। উত্তর কোরিয়াকে হুমকি হিসেবেই দেখে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির পারমাণবিক কর্মসূচির রাশ টানতে তাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক চালু থাকলেও নয়াদিল্লি দেশটির সঙ্গে বেশির ভাগ পণ্যের বাণিজ্যই নিষিদ্ধ করেছে।

সর্বশেষ খবর