রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা
মঞ্চেই ছিলেন হামলাকারী

জাফর ইকবাল বললেন ওকে মেরো না

প্রতিদিন ডেস্ক

ড. জাফর ইকবালের ওপর হামলাকারী যুবক মঞ্চেই ছিলেন। হামলার আগমুহূর্তে ঘটনাস্থল থেকে তোলা ছবিতে এর প্রমাণ পাওয়া যায়। ছবিতে দেখা যায়, মঞ্চে যে সারিতে জাফর ইকবাল বসা ছিলেন তার পেছনের সারিতেই দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। এদের মাঝে কালো গেঞ্জি পরা এক যুবককে দেখা যায়। গণপিটুনির পর হামলাকারীর যে ছবি পাওয়া গেছে তার সঙ্গে হুবহু মিল পাওয়া যায় ওই যুবকের। ছবিতে ড. জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদেরও ওই যুবকের ডানপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীই ছবিগুলো তুলেছেন। ঘটনার পর নিজের ক্যামেরায় তোলা ওই ছবিগুলোর কয়েকটি নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের দিয়েছেন ওই শিক্ষার্থী। এদিকে, হামলকারী যুবককে না মেরে বাঁচিয়ে রাখার কথা বলেছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। ছুরিকাঘাতে আহত হওয়ার পর তাকে যখন স্থানীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল তখনই তিনি সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম ড. ইকবালের বরাতে এ কথা জানিয়েছেন। তরিকুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার পথে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘যে যুবক আমাকে আঘাত করেছে তোমরা তাকে মেরো না, বাঁচিয়ে রাখো।’

সর্বশেষ খবর