শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা শিবিরে গোলাগুলি একজন নিহত, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গা হাকিম ডাকাতের অন্যতম সহযোগী হোছেন আলী ওরফে বাইল্যা ডাকাত (৩০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো. সালামের ছেলে।

গতকাল ভোররাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় শরণার্থী ক্যাম্পে আনসার  ব্যারাকে হামলা ও অস্ত্র লুট মামলার আসামি বহুল আলোচিত নুরুল আলম ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায় বলে পুলিশ সূত্র জানিয়েছে। সূত্রে জানা যায়, টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে বাইল্যা ডাকাত নিহত হয়েছেন। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। তবে এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে পুলিশ। ধৃতরা হলো— নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ৪৬১৭৮ নম্বর এমআরসিধারী ই-ব্লকের বাসিন্দা মৃত বেচা মিয়ার ছেলে আবদুর রাজ্জাক ও আবদুস সালাম। এদিকে জানা গেছে, টেকনাফের নয়াপাড়া শরণাথী ক্যাম্পে আনসার ব্যারাকে হামলা ও অস্ত্র লুট মামলার অন্যতম আসামি বহুল আলোচিত নুরুল আলম ডাকাত কিছুদিন আগে কারাগার থেকে বের হয়ে আসেন। তিনি শরণার্থী ক্যাম্পে আসার পর থেকে রোহিঙ্গাদের নিয়ে একটি ডাকাত দল গঠন করেন। গত এক সপ্তাহ আগে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ৪৬১৭৮ নম্বর এমআরসিধারী মৃত বেচা মিয়ার ছেলে আবদুর রাজ্জাককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় কোনো কিনারা না পেয়ে দুই দিন পর লক্ষাধিক টাকা মুক্তিপণে ছাড়া পায় বলে জানান তার স্ত্রী শফিকা বেগম। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে বাইল্যা ডাকাত নিহত হয়েছেন। বাইল্যার মৃতদেহ পাহাড়ের পাশ থেকে উদ্ধার করা হয়। তিনি রোহিঙ্গা ডাকাত সরদার আবদুল হাকিমের প্রধান সহযোগী ছিলেন। এ ঘটনার খবরে পুলিশের একটি দল নিয়ে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়াপাড়া আনসার ব্যারাক ও অস্ত্র লুট মামলার অন্যতম আসামি নুরুল আলম ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। রোহিঙ্গা ডাকাত আবদুর রাজ্জাক ও আবদুস সালামকে আটক করা হয়। লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর