শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন। ৩১ মার্চ সম্মেলন হওয়ার কথা ছিল। গতকাল বেলা আড়াইটায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে জানান, আগামী ৩১ মার্চ সম্মেলন হচ্ছে না। কবে হবে— জানতে চাইলে তিনি বলেন, নেত্রী নির্দেশ দিয়েছেন যথাসময়েই সম্মেলন হবে, তবে ৩১ মার্চ নয়। আর ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা নেত্রীকে জানিয়েছিলাম— আপনার নির্দেশে আমরা যথাসময়েই সম্মেলন করতে প্রস্তুত। নেত্রী আমাদের জানিয়েছেন, যথাসময়ে সম্মেলনের তারিখ জানানো হবে। সূত্রমতে, ছাত্রলীগের দুই শীর্ষ নেতা আগামী ৩১ মার্চ সম্মেলনের জন্য প্রস্তুত পোস্টার দেখান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই সঙ্গে সম্মেলনের প্রস্তুতির অগ্রগতিও জানান প্রধানমন্ত্রীকে। আওয়ামী লীগ সভানেত্রী দীর্ঘক্ষণ কথা বলেন সোহাগ-জাকিরের সঙ্গে। উল্লেখ্য, চলতি মাসের ৩১ মার্চ ও ১ এপ্রিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ৬ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকে মার্চ মাসেই সম্মেলন করা প্রধানমন্ত্রীর ইচ্ছা বলে জানিয়েছিলেন।

সর্বশেষ খবর