শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হেরে গেলেন মাহমুদুল্লাহরা

ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচে ৫৫টি ডট বল! ভাবা যায়? এটাই সত্যি। নিদাহাস টি-২০ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ২০ ওভারের ম্যাচে অর্ধেকের মতোই বল ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার খেসারত গুনেছে ৬ উইকেটে হেরে। ব্যর্থতা ঝেড়ে সাফল্যের পথে উঠে আসা হলো না টাইগারদের। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন মাহমুদুল্লাহরা। টি-২০ ম্যাচে টস হেরে ব্যাটিং করে টাইগারদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৩৯। যাতে সর্বোচ্চ ৩৪ রান করেছেন লিটন দাস। ৩০ বলে ৩ চারে ইনিংসটি খেলা লিটন সুযোগ পেয়েছেন হঠাৎ। আঙ্গুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় খেলতে পারেননি সাকিব আল হাসান। তার জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে সাব্বির রহমানের ব্যাটে। তাকে জায়গা দেওয়ায় চরমভাবে সমালোচিত হয়েছিলেন নির্বাচক প্যানেল। সাব্বিরের ২৬ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার একটি ছক্কা। পুরো ইনিংসে ৩টি ছক্কা ও ১২টি চার মেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এতেই পরিষ্কার ব্যাটসম্যানরা স্ট্রোক খেলায় কত দৈন্য। এ ছাড়া মুশফিক ১৪ বলে ১৮, তামিম ইকবাল ১৬ বলে ১৫ এবং সৌম্য সরকার ১২ বলে ১৪ রান করেন। ২০ ওভারের ম্যাচে ডট বল দেওয়ার অভ্যাস এবারই প্রথম নয় বাংলাদেশের। এর আগে বহু ম্যাচে ৪০, ৫০টি করে ডট বল দিয়েছে। খেসারতও গুনেছে সে সবের। গতকাল ১৩৯ রানের ইনিংসে আবার অতিরিক্ত রান ছিল ১৫। তাহলে ৯ টাইগার ব্যাটসম্যানের সম্মিলিত রান ১২৪। ১৪০ রানের টার্গেটে খেলতে নেমে ২৮ রানে রোহিত শর্মা ও ৪০ রানে পান্তকে এবং ১০৮ রানে বর্ষীয়ান সুরেশ রায়নাকে হারায় ভারত। এরপর শেখর ধাওয়ান একাই দলকে টেনে নিয়ে যান জয়ের পথে। শ্রীলঙ্কার বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলা ধাওয়ান গতকালও রান করেন। খেলেন ৫৫ রানের আক্রমণাত্মক ইনিংস।         

সর্বশেষ খবর