শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সব দলকে ভোটে আনতে নতুন উদ্যোগ নয়

নিজস্ব প্রতিবেদক

সব দলকে ভোটে আনতে নতুন উদ্যোগ নয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সবদলের অংশগ্রহণের ব্যাপারে আলাদা করে কোনো উদ্যোগ নেওয়া হবে না। আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। যখন সংলাপ হয়েছে তখন প্রত্যেকটি দলকে বলেছি আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন। নতুন ভাবে আর কিছু আমরা করব না। গতকাল দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদের নাসিরনগর শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছি। দায়িত্ব নেওয়ার পর থেকে সবকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আসন্ন উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘নির্বাচন কমিশনের প্রতি জাতীয় পার্টির আস্থা নেই’— হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যের ব্যাপারে সিইসি বলেন, আমাদের যে দায়িত্ব-কর্তব্য সেটা আমরা নিরপেক্ষভাবে এবং নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। তিনি (এরশাদ) কেন এমন কথা বলেছেন তার উত্তর তিনিই দিতে পারবেন।

সর্বশেষ খবর