শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতি চাঁদাবাজিতে মানুষ দিশাহারা

কুমিল্লা প্রতিনিধি

দুর্নীতি চাঁদাবাজিতে মানুষ দিশাহারা

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, এখন ক্ষমতায় আসে মানুষকে হয়রানি করতে, নির্যাতন করতে। জাতীয় পার্টির পর যারা ক্ষমতায় এসেছে, তাদের মধ্যে এক দল ক্ষমতায় থাকায় মানুষ লাশ হয়েছে। আর এক দলের ক্ষমতায় থাকায় গুম-খুন, হত্যা, নারী ধর্ষণ, মারামারি-হানাহানি চলছে। এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জাতীয় পার্টির দেশ শাসনের সময় কখনো রক্তপাত হয়নি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। দুই দলের ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও সংশয় দেখা দিয়েছে। আজ উন্নয়নের নামে দুর্নীতি, চাঁদাবাজি, দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। স্বর্ণালী যুগ ফিরে পেতে আবারও এরশাদকে দেশ পরিচালনার সুযোগ দিন। গতকাল কুমিল্লা পদুয়ার বাজারের একটি হোটেলে ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ উপলক্ষে কুমিল্লায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী রাজনৈতিক দল। জাতীয় পার্টি নির্বাচন করবে বিজয়ের লক্ষ্যে। আমরা ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান যখন কারাবন্দী ছিলেন তখনো আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশনারা মান্নান এমপি, প্রতিমন্ত্রী মজিদুল হক চুন্নু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, ফয়সাল চিশতি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, আমির হোসেন আমু এমপি, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুত্ফুর রেজা খোকন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েল, কুমিল্লা (দ:) জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহন প্রমুখ।

সর্বশেষ খবর