রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সড়কে ঝরল ১৯ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ১৯ প্রাণ

ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল ট্রাক উল্টে হতাহত হয়েছেন বেশ কয়েকজন —বাংলাদেশ প্রতিদিন

সড়কে গতকাল প্রাণ ঝরেছে ১৯ জনের। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। দুর্ঘটনাগুলো ঘটেছে গাইবান্ধা, যশোর, চকরিয়া, কুমিল্লা, শ্রীপুর ও কুলাউড়ায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর নুনিয়াগাড়ী এলাকায় সরকার পাম্পের সামনে ও জুনদহ ব্রিজের উত্তর পাশে গতকাল পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ১১ জন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার ও পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, রংপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নুনিয়াগাড়ীর সরকার পাম্পের সামনে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়। সেটি বিপরীতমুখী যাত্রীবাহী ট্রলিকে (শ্যালো ইঞ্জিলচালিত পাওয়ার টিলার) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১২ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। তারা হলেন জাকির হোসেন (২৫), খসরু মিয়া (৫৫), রাজু মিয়া (২৮) ও আবু বক্কর (৪০)। এরা সবাই ইমারত নির্মাণ শ্রমিক ও গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের বাসিন্দা। অন্যদিকে ঢাকা থেকে রংপুরগামী রডবোঝাই একটি ট্রাক জুনদহ ব্রিজের উত্তর পাশে একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের ওপরে থাকা মহিলাসহ সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তারা ওই ট্রাকে থাকা রডের নিচে চাপা পড়েন। এ সময় আরও ১১ জন আহত হন। নিহতদের পরিচয় তত্ক্ষণাৎ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কম ভাড়ায় দিনমজুররা এই ট্রাকের যাত্রী হয়ে ঢাকা থেকে নীলফামারী আসছিলেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার ও পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের লোকজন উভয় দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তবে কোনো পরিবহনের চালক ও সহকারীদের আটক করা সম্ভব হয়নি। এদিকে বেলা ৩টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ঘটনাস্থলে এসে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। বেনাপোল (যশোর) : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে গতকাল সকালে স্কুলে যাওয়ার সময় ট্রাকচাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো আলমগীর হোসেনের মেয়ে বাগআঁচড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজা (১১) ও ইবরাহিম হোসেনের মেয়ে জেরিন (১০)। দুজনের বাড়িই বাগআঁচড়া ইউনিয়নের বাইড়ী গ্রামে। তারা ফুফাতো ও মামাতো বোন। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বাগআঁচড়া কলেজের প্রভাষক আলমগীর হোসেন তার মেয়ে ও ভাগনিকে নিয়ে সকাল ৮টায় মোটরসাইকেলে করে স্কুলে দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাগআঁচড়া বাজারে পৌঁছলে নাভারণ থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী মারা যায়। প্রভাষক আলমগীরকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্কুল থেকে ছুটে আসে সহপাঠীরা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেলে সুপারভাইজার মো. আবু তাহের (৩৮) নিহত হন। আহত হন ১০ যাত্রী। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তিথুয়া এলাকার আবদুর রশিদের ছেলে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিন জানান, ভোরে চকরিয়া কলেজসংলগ্ন এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০-১২ জন যাত্রী কমবেশী আহত হলেও সুপারভাইজার আবু তাহের বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আবু তাহেরকে সকাল ১০টায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে দ্রুতগামী বাসের চাপায় গার্মেন্ট শ্রমিক ইকবাল হোসেন সরকার (৪০) নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার খালিয়া গ্রামের আলালউদ্দিনের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পার হওয়ার সময় গাড়িচাপায় তিনি নিহত হন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, নিহত ইকবাল শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকার তাকওয়া ফেব্রিক্স কারখানার শ্রমিক। চাকরির পাশাপাশি তিনি ছুটিতে ঝালমুড়ি বিক্রি করতেন। এদিন সকালে কারখানায় রাতের শিফটে কাজ থাকায় সকালে ঝালমুড়ি বিক্রি করতে বের হন। মহাসড়কের আনসার রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাওনা চৌরাস্তাগামী প্রভাতী-বনশ্রী পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। মৌলভীবাজার : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দরবেশ আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাজার-শমসেরনগর রোডের টিলাগাঁও ইউনিয়নের নয়াবাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নাম্বারবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে যায়। এ সময় যাত্রী দরবেশ আলী, আবদুস সোবহান, হেলাল আহমদ, নয়ন আহমদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দরবেশ আলীকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অন্য তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। দরবেশ আলী উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌরকরণ গ্রামের মৌলভী মনছব আলী ওরফে ছাতাপীরের ছেলে। কুমিল্লা : দুবাই থেকে বাড়ি ফিরতে এসে লাশ হয়েছে কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২য় বর্ষের ছাত্র নাছির উদ্দিন ইমনসহ দুজন। ইমন (২০) কুমিল্লা বুড়িচং উপজেলার এতবারপুরের ফরিদ ভূইয়ার ছেলে। আরেকজন হলেন তাদের প্রাইভেটকারচালক একই উপজেলার কংশনগর গ্রামের হরমুজ মিয়ার ছেলে মো. রনি (২৩)। গতকাল ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গোমতা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, ইমন দুবাইতে বেড়াতে যায়। এয়ারপোর্ট থেকে ফেরার পথে প্রাইভেট কারটির চাকা পাংচার হয়ে সড়কের ডিভাইডারে আঘাত করলে গাড়িতে থাকা দুজনই ছিটকে মহাসড়কে পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে সেখানেই তাদের মৃত্যু হয়। লাশ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ছাড়া নাঙ্গলকোটে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে এক সিএনজি অটো রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল উপজেলার নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের বদরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত চালক শাহাদাত হোসেন (২২) উপজেলার মৌকারা ইউনিয়নের পরকরা গ্রামের মো. শাহজাহানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢালুয়া ইউপির বদরপুর নামক স্থানে মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চালক শাহাদাত হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় যাত্রী কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর