রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ছন্নছাড়া বোলিং টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

গত বছর শ্রীলঙ্কা থেকে টাইগাররা দেশে ফিরেছিলেন হাসিমুখে। সফরটি ছিল বাংলাদেশের অন্যতম সেরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে ১০০তম টেস্টে ঐতিহাসিক জয় এবং টি-২০ সিরিজ ড্র করেছিল। সফরের শেষ ম্যাচটি ছিল আবার টি-২০ এবং সেটা জিতেওছিল ক্রিকেটাররা। প্রায় এক বছর পর প্রেমদাসায় দুই দল ফের মুখোমুখি হয়েছে গতকাল। কিন্তু ক্রিকেটারদের শারীরিক ভাষায় আগের সেই আগ্রাসী মেজাজ দেখা যায়নি। নিদাহাস টি-২০ টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে বরং প্রতিপক্ষ লঙ্কান ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিংয়ে ছন্নছাড়া বোলিং করেছেন তাসকিন, রুবেলরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১ উইকেটে ১২৩ রান। ভারতের বিপক্ষে ৫৭টি ডট বল দিয়েছিল ব্যাটসম্যানরা। ডট বলের খেসারত গুনেছিল বড় ব্যবধানে হেরে। গতকাল টস জিতে কালক্ষেপণ না করে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং নেন বৃষ্টিস্নাত আবহাওয়ার সুবিধা নিতে। কিন্তু গুনাথিলাকা ও কুশল মেন্ডিস শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করে পাওয়ার প্লের ৬ ওভারে তুলে নেন ৭০ রান। নতুন বলে বোলিং করতে আসা তাসকিনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন দুই ওপেনার। তাসকিনের ২ ওভারে নিয়েছেন ৩ ছক্কায় ৩৩ রান। তবে ম্যাচের পঞ্চম ওভারে মুস্তাফিজের কাটারে গুনাথিলাকা (২৬) সাজঘরে ফিরলে কিছুটা স্বস্তি পায় টাইগাররা। কিন্তু সতীর্থের বিদায়ের পর মেন্ডিস আরও আগ্রাসী হয়ে উঠেন। মাত্র ২৬ বলে ৪ ছক্কা ও ২ চারে খেলেন ৫০ রানের ইনিংস। ১২ নম্বও টি-২০ ম্যাচে এটা কুশলের তৃতীয় হাফসেঞ্চুরি। লঙ্কান ব্যাটসম্যানদের কুনে ব্যাটিংয়ে টাইগারদের কোনো বোলারই লাইন-লেন্থ খুঁজে পাননি। তাসকিন ২ ওভারে ৩৩, মুস্তাফিজ ৩ ওভারে ৩৩, রুবেল ২ ওভারে ১৪, মেহেদি মিরাজ ৩ ওভারে ২১ ও নাজমুল অপু ২ ওভারে ২০ রান দেন।

সর্বশেষ খবর