রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের হাতে।’ গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘কচুয়া নাগরিক কমিটি’ আয়োজিত ‘স্বাধীনতা, গণতন্ত্র ও দুর্নীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কচুয়া নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক এমপি ডা. শহিদুল ইসলাম, মিজানুর রহমান, সাংবাদিক  মোস্তফা কামাল মজুমদার, জাহাঙ্গীর আলম প্রধান, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, দেওয়ান মানিক প্রমুখ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট মাঈন উদ্দিন মাইনু। সভায় ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘যে দেশে দিনেদুপুরে রাস্তায় মিছিল নিয়ে মেয়েদের ওড়না টানাটানি করা হয়, সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্থহীন। ৭ মার্চের বক্তব্য ছিল দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে। কিন্তু দেশে এখন দুর্নীতি ও অপশাসন অনেক বেশি চলছে। দুর্নীতি থাকলে  দেশে শান্তি আসে না। আজকে কোথাও কারও জীবনের নিরাপত্তা  নেই। দেশবাসী আজ চরম নিরাপত্তাহীন অবস্থায় আছেন।’

সর্বশেষ খবর