বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক হোন : আমু

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক হোন : আমু

জনপ্রিয় লেখক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের গণসমাবেশে নেতারা —বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশে বারবার জঙ্গি আক্রমণ হয়েছে। অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা একই ধারাবাহিকতা। জঙ্গিবাদের রাজনীতির বিষবাষ্প। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক থাকুন।’

শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ‘যত বাধাই আসুক বাঙালি জাতি বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হবেই। আমরা আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। উন্নত রাষ্ট্রেও পরিণত হব। দেশের এই অর্জন, এই উন্নয়ন যারা চায় না, তারা বারবার ষড়যন্ত্র করবে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইবে। তবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিতে প্রতিহত করব।’ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদ লালিত ও হূষ্টপুষ্ট হয়েছে বিএনপির মাধ্যমে। তারা এটি অস্বীকার করতে পারবে না।’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘ধর্মে জঙ্গিবাদের কোনো ঠাঁই নাই। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষ মারে তারা মানুষ নয়।’ মানবতা আর দানবতা একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির নেত্রী জেলে আর তাদের আন্দোলন ঘরে। কারণ বাইরে আসার ক্ষমতা তাদের নেই। আইনের ওপর বিশ্বাসও তাদের নেই। আজ শুনলাম খালেদার মামলায় একজন বিদেশি আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। সেই আইনজীবী কে? সেই আইনজীবী হলেন সেই ব্যক্তি, যিনি একাত্তরের ঘাতক মীর কাশেম আলীর আইনজীবী হয়েছিলেন। তিনি লন্ডনের সেই কুখ্যাত আইনজীবী।’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর আক্রমণ মুক্তিযুদ্ধের চেতনার ওপর আক্রমণ। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পরিকল্পিত ঘটনা। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা হবে।’ গণসমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম।

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, অন্য অংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ।

সর্বশেষ খবর