বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে

দিন দিন আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘জেন্ডার, অধিকার ও মতপ্রকাশ : বড় শহরসমূহে ন্যায়বিচারে অভিগম্যতা’ শীর্ষক দুই দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, ‘২০১৭ সালে    বাংলাদেশে ৭ লাখ ৪২ হাজার ২৪৭টি মামলা দায়ের করা হয়। এটি প্রমাণ করে যে, দিন দিন আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে। এবং বিচার পাওয়ার আশায় মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে উড়িষ্যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শ্রীকৃষ্ণ রাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ প্রমুুখ। দুই দিনব্যাপী এ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ও ব্লাস্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার বক্তৃতায় প্রান্তিক পর্যায়ের নারীদের আইনি সহায়তা প্রদানের ওপর গুরুত্ব দেন। নারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছে। নারীর প্রতি এ বৈষম্য রোধে আইন প্রয়োজন। আমাদের যথেষ্ট পরিমাণে আইনও রয়েছে। লিঙ্গবৈষম্য রোধ এবং সমাজে সমতা প্রতিষ্ঠার জন্য এসব আইনের বাস্তবায়ন ঘটাতে হবে। অধ্যাপক ড. শ্রীকৃষ্ণ রাও বলেন, গরিব লোকেরা সবসময় আইনকে শত্রু হিসেবে বিবেচনা করে।

সর্বশেষ খবর