বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মানসিকতার পরিবর্তনই চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বের হলেও ২০২৪ সাল পর্যন্ত এলডিসি দেশ হিসেবে প্রাপ্ত বৈশ্বিক সুবিধাসমূহ অব্যাহত থাকবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি মেলার পর মানসিকতার পরিবর্তনই বড় চ্যালেঞ্জ। গতকাল সচিবালয়ে ‘স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জগুলো নিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) সম্প্রতি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি দিয়েছে। উন্নয়নশীল দেশ হওয়ার শর্ত পূরণ করায় বাংলাদেশ এখন আনুষ্ঠানিক আবেদন করতে পারবে। সব ঠিক থাকলে ২০২৪ সালে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে। অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়ায় আমাদের বদনাম ছিল, আমরা গরিব। সে অবস্থা এখন আর নেই। আমরা সাহায্যের জন্য হাত পাতি, সে কথা শুনতে হয়েছে। আজ আমি খুব গৌরব বোধ করছি। বাংলাদেশ কেবল আবেদন করার যোগ্যতা অর্জন করেছে। এখনো অনেক পথ বাকি।’ তার পরও উদ্যাপনের এত আয়োজন কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নয়? আমরা অনেক নিচে ছিলাম, এখন ওপরে উঠছি, আরও ওপরে যাব। আমরা দেখিয়েছি আমরাও পারি। আমরা উৎসবপ্রিয় জাতি। তাই সবাইকে নিয়ে উদ্‌যাপন করব।’

 তিনি বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত আমরা এলডিসি থাকব। ২০১৮-২৪ সাল পর্যন্ত একটা ট্রানজিশনে থাকব। আমাদের মানসিকতাও পরিবর্তন করতে হবে। বেশি হারে আন্তর্জাতিক ঋণ নেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের সামনের সব সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হবে।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, এই স্বীকৃতির ফলে বাংলাদেশের জন্য দু-চারটি ক্ষেত্র সংকুচিত হলেও অনেক নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। বিনিয়োগ, পুঁজিবাজার, জিএসপিসহ নতুন নতুন অনেক ক্ষেত্রে দরজা খুলে যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, দক্ষ রাজনৈতিক নেতৃত্বের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইআরডি সচিব শফিকুল আজম, অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর