শিরোনাম
বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

উন্নত দেশ ২০৪১ সালের মধ্যে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘শুধু উন্নয়নশীলই নয়, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। সেখানে আমরা বিশ্বের উন্নত ২০টি অর্থনৈতিক দেশের মধ্যে অবস্থান করব। এ ক্ষেত্রে আমাদের অবকাঠামো উন্নয়নসহ বেশকিছু চ্যালেঞ্জ আছে।’ গতকাল দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ নিয়ে  মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার তিন বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকায় উঠেছিল বাংলাদেশ। সেখানে ৪৩ বছর পর আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলাম। হয়তো আমাদের এখানে আসতে সময় বেশি লেগেছে। কিন্তু এখন আমরা খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করব। শুধু উন্নয়নশীলই নয়, উন্নত দেশ হবে বাংলাদেশ। এর দুটি প্রধান কারণ হচ্ছে আমাদের জনসংখ্যার বোনাসকাল চলছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারব। এ ছাড়া এশিয়া প্যাসিফিক করিডর আমাদের জন্য আরও একটি সুযোগ। এশিয়ায় আগামীতে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হবে চীন, তৃতীয় উন্নত দেশ ভারত এবং চতুর্থ উন্নত দেশ জাপান। তারা কেউই আমাদের ছাড়া একা উন্নতি করতে পারবে না। চলতি বছরই বিশ্ব অর্থনীতির ৪০তম দেশ হবে বাংলাদেশ।’ এ সময় পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএমইডি সচিব মফিজুল ইসলামসহ পরিকল্পনা কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর