বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা সমস্যার আশু সমাধান হবে না

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা সমস্যার আশু সমাধান হবে না

ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, ঐতিহাসিক, জাতিগত ও ধর্মীয়-সব বিষয় মিলিয়ে রোহিঙ্গা সংকটটি এতটাই জটিল যে, তার আশু কোনো সমাধান নেই। খবর বিডিনিউজের। গতকাল প্রথম সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট নিয়ে তিনি তার দেশের এ মনোভাবের কথা জানান। নির্বাচনের বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেইজিং গভীর মনোযোগের সঙ্গে দেখছে বলেও চীনের প্রতিনিধি জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ননের জবাবে রোহিঙ্গা সংকটের বিষয়টিতে নজর রাখার কথা জানান চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। তিনি বলেন, আমরা আপনাদের অবস্থান সম্পর্কে জানি, আপনাদের উদ্বেগও বুঝি। আমরা আশা করি, বাংলাদেশ ও মিয়ানমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এর একটি সমাধান খুঁজে নেবে।’ রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেন, ‘রোহিঙ্গা সংকটে চীনের কোনো স্বার্থ নেই।’ ঢাকায় চীনের দূতাবাসে দোভাষীর মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ ও মিয়ানমার যেন সমস্যার সমাধান করতে পারে, সে বিষয়ে সহযোগিতা করছে তার দেশ। এ প্রসঙ্গেই তিনি বলেন, ‘তবে আমরা দেখছি যে রাখাইন রাজ্যের সমস্যা সমাধানের আশু কোনো উপায় নেই। কারণ এটা একটি জটিল সমস্যা; ঐতিহাসিক, জাতিগত এবং ধর্মীয় বিষয় এতে জড়িত।’ তিনি বলেন, ‘এখানে চীন, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার কেউ কারও শত্রু নয়। আমাদের সবার এক শত্রু, সেটা হচ্ছে দারিদ্র্য। আমাদের এখন আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। উন্নয়নই কেবল রাখাইনের সমস্যার সমাধান করতে পারে।’ বাংলাদেশকে ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ বলেও অভিহিত করেন ঝ্যাং জুয়ো। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আশা করি, একটি ঝামেলাহীন সাধারণ নির্বাচন আমরা দেখতে পাব।’ বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে দেশটির জনগণের চাওয়ার ওপর চীন শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর