বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ’

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ’

মিয়ানমারের প্রেসিডেন্ট টিন চ পদত্যাগ করেছেন। গতকাল প্রেসিডেন্টের দফতর থেকে ফেসবুকে পোস্ট করা এক বিবৃতির মাধ্যমে পদত্যাগের খবর জানানো হয়। প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণার কিছুক্ষণ পর দেশটির নিম্নকক্ষের স্পিকার ও অং সান সু চির অন্যতম সহযোগী উইন মিন তার পদ থেকে সরে দাঁড়ান। প্রায় অর্ধশতাব্দী সেনাশাসনের পর মিয়ানমারের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা টিন চ এমন সময় পদত্যাগ করলেন, যখন রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। টিন চ ছিলেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু। এর ফলে সু চি আরও সংকটে পড়লেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্টের দফতরের বিবৃতিতে পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি। বলা হয়েছে, ‘টিন চ প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিশ্রাম নেবেন এবং তার এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। সাত কার্যদিবসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।’ সম্প্রতি স্থানীয় মিডিয়ায় প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে একাধিক খবর প্রকাশিত হয় এবং তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন বলে ধারণা দেওয়া হয়। কিন্তু সরকারি কর্মকর্তারা সে খবর প্রত্যাখ্যান করেছেন। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেন। গত নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ব্যাপক বিজয় অর্জন করে। ফলে ক্ষমতায় আসেন সু চি। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর