শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হাসপাতালে দুরবস্থার জন্য সরকারই দায়ী

------ ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে দুরবস্থার জন্য সরকারই দায়ী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ঢাকাসহ সারা দেশে হাসপাতালগুলোর দুরবস্থার জন্য সরকারই দায়ী। এখনো পর্যন্ত হাসপাতালগুলো পরিচালনার সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ব্যাঙের ছাতার মতো যেখানে-সেখানে হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠছে। সনদ নেই, কিচ্ছু নেই। চিকিৎসক নেই, যন্ত্রপাতি নেই, ইমারজেন্সি নেই, ইসিজি মেশিন নেই, তারপরও সেগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে। এসব অনুমোদন কেন দেওয়া হচ্ছে তা বোধগম্য নয়। এ জন্য স্বাস্থ্য অধিদফতরও দায় এড়াতে পারে না।’ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের জনগণেরও অজ্ঞতা রয়েছে। তারা কোনো কিছুই জানে না, জানতে চায়ও না। তাদেরও জানা উচিত, চিকিৎসা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা জরুরি। এ কারণেই তাদের আরও বোকা বানানো হচ্ছে।’ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘অভিজাত হাসপাতালগুলোতে ডায়ালাইসিস করাতে ৮ হাজার টাকা লাগে। আমাদের গণস্বাস্থ্য কেন্দে  লাগে মাত্র ১৫০০টাকা। এই যে বৈষম্য তা দেখভাল করা হচ্ছে না। আমি বিশ্বাস করি, ওইসব অভিজাত হাসপাতালের চেয়ে আমাদের হাসপাতালে ডায়ালাইসিসের মান কোনো অংশে  কম নয়।’ তিনি বলেন, ‘সারা দেশে প্রতিটি হাসপাতালেই চিকিৎসক সংকট। বিশেষ করে গ্রামাঞ্চলের এ অবস্থা খুবই প্রকট। ব্লাড ট্রান্সফিশন বিভাগে সারা দেশে মাত্র ৭৭জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে দশ জনেরই বয়স ৭০ এর ওপরে। উপযুক্ত টাকা দিয়েও চিকিৎসক পাওয়া যায় না।’ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ক্রিসেন্ট হাসপাতাল যা করল তা ক্ষমার অযোগ্য। তাদের একাধিকবার জেল-জরিমানাও করা হয়েছে। কিন্তু তারপরও কীভাবে হাসপাতালটি চালায় তারা। এই হাসপাতালে মানুষ খুন করা হয়েছে। তারা কোনোভাবেই যেন জামিন না পায়। ’ প্রবীণ এই চিকিৎসক বলেন, ‘একটি হাসপাতালের জন্য বেসিক কতগুলো জিনিসের প্রয়োজন। এগুলো হলো : মেডিসিন, চিকিৎসক, অক্সিজেন, ইমারজেন্সি, ইসিজি মেশিন ও নার্স। কিন্তু এই বেসিক জিনিসগুলোও নেই অধিকাংশ প্রাইভেট হাসপাতালে। সরকারি হাসপাতালে থাকলেও যন্ত্রপাতিগুলো সবই প্রায় অকেজো। এখনো দেখভালের জন্য যারা দায়িত্বে আছেন, তারাও কি নিজেদের দায়িত্ব এড়াতে পারেন? চূয়াডাঙ্গায় যে ২৫ জন রোগীর চোখ নষ্ট করে দেওয়া হলো এর দায় কে নেবে?’

সর্বশেষ খবর