শিরোনাম
শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গণতন্ত্রের পূর্বশর্ত সুষ্ঠু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গণতন্ত্রের পূর্বশর্ত সুষ্ঠু নির্বাচন

বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সূচনা হয় সুষ্ঠু-সুন্দর নির্বাচনের মাধ্যমে। সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সম্মতির ভিত্তিতে। জনগণ যাদের চায়, তারাই ক্ষমতায় আসবেন, তারাই রাষ্ট্র পরিচালনা করবেন পরবর্তী ৫ বছরের জন্য। তিনি বলেন, সুষ্ঠু-নিরপেক্ষ-গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতামূলক নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার পূর্বশর্ত। সরকারের কর্মকাণ্ডের ওপর সত্যিকারের গণতান্ত্রিক শাসন নির্ভর করে। গতকাল বরিশাল নগরীর সদর রোডের আর্য্যলক্ষ্মী ভবনের মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, নজরুল ইসলাম চুন্নু, কাজল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হলেও দুঃখজনকভাবে যে মূল্যবোধের ভিত্তিতে দেশের বীর সেনানীরা প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছিলেন তার অনেকাংশই অপূর্ণ রয়ে গেছে। তিনি বলেন, স্বাধীনতার লক্ষ্য অর্জিত হলে সুজনের মতো এ ধরনের সংগঠনের দরকার হতো না।

সর্বশেষ খবর