শিরোনাম
শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

একদলীয় শাসন কায়েম করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

একদলীয় শাসন কায়েম করছে সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শাসকগোষ্ঠী অন্যায়ভাবে মামলা দিয়ে ১৮ কোটি মানুষের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করেছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত ‘দুর্নীতি-দুঃশাসন বিরোধী দিবস ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান। আমির খসরু বলেন, দেশে আইনের শাসন, বিচার বিভাগ, মানবাধিকার ভূলুণ্ঠিত। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। দুর্নীতির ছায়া সরকার দেশের বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে। এখন ব্যাংক আমানতকারীদের টাকাও ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে। ১ লাখ টাকা তুলতে গ্রাহকদের সময় লাগে তিন দিন। এটা কেন? একমাত্র সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে হয়েছে। জনগণ এখন সরকারকে দুর্নীতির সার্টিফিকেট দিতে প্রস্তুতি নিচ্ছে। বেগম খালেদা জিয়াকে অসুস্থতার নাম করে বিদেশে পাঠানোর গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন— খালেদা জিয়াকে মুক্তি দিন।

সর্বশেষ খবর