শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অন্তহীন সমস্যায় ঢাকা

অন্তহীন সমস্যায় ঢাকা

বেপরোয়া বাসের মাঝে এভাবেই ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হয় (বামে)। সমন্বয়হীনতায় বারো মাসই লেগে আছে খোঁড়াখুঁড়ি —বাংলাদেশ প্রতিদিন

বিশ্বের অপরিকল্পিত নগরীর একটি রাজধানী ঢাকা। এখানে উন্নয়নের নামে চলে বছরজুড়েই খোঁড়াখুঁড়ি। যানজট আর ধুলোবালিতে একাকার। শব্দ দূষণে কান ঝালাপালা। পানি বিদ্যুৎ আর গ্যাস সমস্যা লেগেই আছে। নিয়ন্ত্রণহীন মশা। ৫৪টি সেবা সংস্থার নেই সমন্বয়। কার্যকর ক্ষমতা নেই নির্বাচিত মেয়রের। হাজারো সমস্যার শহর ঢাকা। এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন— শিমুল মাহমুদ, মাহমুদ আজহার ও জয়শ্রী ভাদুড়ী

 

যমদূত বেপরোয়া গণপরিবহন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর