শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লেগেই আছে পানি গ্যাস সংকট

লেগেই আছে পানি গ্যাস সংকট

রাজধানীর জোয়ারসাহারা এলাকায় প্রায় মাসখানেক ধরে পানি আসে না বেশ কিছু বাড়িতে। ওয়াসার পাম্প নষ্ট হওয়ায় পানি পাচ্ছে না শতাধিক বাড়ির বাসিন্দারা। আধা মাইল দূরে পানি সরবরাহ আছে এমন বাড়ি থেকে নিয়ে আসতে হয়  দৈনন্দিন কাজে অতি জরুরি উপাদান পানি। আর সকাল ৭টা বাজতেই চলে যায় গ্যাস, ফেরে বিকাল ৫টার পর। গ্যাস-পানি সংকটে নাজেহাল হয়ে পড়েছে নগর জীবন। এদিকে পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের বাসিন্দারা দুর্গন্ধের কারণে মুখে তুলতে পারেন না ওয়াসার সাপ্লাইয়ের পানি। ওই এলাকার বাসিন্দা নাজনীন আক্তার বলেন, অনেক সময় পানির পাইপ দিয়ে ময়লা বের হয়। পানিতে এতটাই দুর্গন্ধ যে ফুটালেও যায় না। সুপেয় পানির অভাবে প্রায় আধামাইল দূরে টিপু সুলতান রোডের জোড়পুকুর বাজার পানির পাম্পের সামনের সড়কের দুটি পাইপ থেকে পানি নেন তারা। পাম্প থেকে পাইপ দিয়ে পানি বাসাবাড়িতে যেতেই ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। জারের পানিও নিরাপদ নয়। সেখানে মিলেছে মলের জীবাণু। রাজধানীর বাসাবাড়ি, অফিস-আদালতে সরবরাহ করা ৯৭ ভাগ জারের পানিতে ক্ষতিকর মাত্রায় মানুষ ও প্রাণীর মলের জীবাণু ‘কলিফর্ম’ পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) একদল গবেষক। শাক-সবজিতে কীটনাশক দূষণ, বোতলজাত ও জার পানিতে বিদ্যমান খনিজ উপাদানের মাত্রা ও গুণাগুণ নির্ণয়ে গবেষণা করতে গিয়ে এমন ‘ভীতিকর’ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন কাউন্সিলের পুষ্টি বিভাগের পরিচালক ড. মনিরুল ইসলাম।

তীব্র গ্যাস সংকট : রাজধানীতে এখন গ্যাস সংকটে ভোগান্তির ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস প্রায় থাকেই না। মাঝে মাঝে এলেও চুলা জ্বলে টিমটিম করে। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, রাজধানীর রামপুরা, বাড্ডা, বনশ্রী, মুগদা, নয়াপল্টন, মগবাজার, মালিবাগ, শাহজাদপুর, মোহাম্মদপুর, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কাফরুল, পল্লবী, বংশাল, লালবাগ, আজিমপুর, যাত্রাবাড়ী এলাকার মানুষ দিনের অধিকাংশ সময় গ্যাস পাচ্ছেন না। গ্যাস পেলেও তার সরবরাহ খুবই কম। আবার অনেক এলাকায় সারা দিন গ্যাস থাকে না। রাত ১২টা থেকে ১টার দিকে গ্যাস আসে, ভোর ৫টা থেকে ৬টায় চলে যায়। রাত জেগে রান্নার বিকল্প নেই অধিকাংশের।

সর্বশেষ খবর