শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অভাব রাজনৈতিক সদিচ্ছার

—স্থপতি ইকবাল হাবিব

নিজস্ব প্রতিবেদক

অভাব রাজনৈতিক সদিচ্ছার

এক রাস্তা তিনবার খোঁড়া। বৃষ্টির মৌসুম শুরুর সময় ছোট-বড় সব প্রকল্পের কাজ শুরু করা এগুলো স্পষ্টতই টাকা খরচের ফন্দি। বার বার খোঁড়াখুঁড়ির কারণে শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছরই দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নগরবিদ স্থপতি ইকবাল হাবিব।

তিনি আরও বলেন, সেবা সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। যার যখন মন চায় পরিকল্পনা জমা দেয়, বাজেট আনে, রাস্তা কাটে। মানুষ কীভাবে যাবে, যানজট হবে সেসব নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আর এপ্রিল পার হতেই শুরু হয় প্রকল্পের কাজ হাতে নেওয়ার ধুম। অথবা কাজের গতি কমিয়ে জুনে নিয়ে যাওয়া হয়। ফলে উন্নয়ন ভেসে যায় বৃষ্টির পানিতে। এগুলো টাকা খরচের ধারাবাহিক পদ্ধতি। বছরের পর বছর ধরে এসব ধান্দাবাজি চললেও কেউ দেখে না। স্থপতি ইকবাল হাবিব আরও বলেন, সেবা সংস্থাগুলোর সঙ্গে একাধিক মিটিং এবং গণমাধ্যমের সাহায্যে এই দুর্ভোগের বার্তা অসংখ্যবার দেওয়া হয়েছে। কিন্তু তাদের মনোভাব ‘থোড়াই কেয়ার’ ধরনের। বার বার বললেও মানুষের সেবা করার মানসিকতা এই প্রতিষ্ঠানগুলোর নেই। শুধু দুর্ভোগ বাড়াতে পারে। সমন্বয় করার জন্য নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সিটি করপোরেশন দু-একবার সে উদ্যোগ নিয়ে সমন্বয় মিটিংও করেছিল। কিন্তু সে উদ্যোগ সফল হয়নি। সুফল পৌঁছেনি নগরজীবনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর