শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রিমান্ডে জেএমবির ‘ব্যাট উইমেন’ প্রধান হুমায়রা

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি তানভীর ইয়াসিন করিমের স্ত্রী জেএমবির ‘ব্যাট উইমেন’ প্রধান হুমায়রা ওরফে নাবিলাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালত তাকে রিমান্ডে নেওয়ার এ আদেশ দেয়। এর আগে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ কুমার সরকার মামলার সুষ্ঠু তদন্ত, জঙ্গি সংগঠন সম্পর্কে তথ্য, জঙ্গি সংগঠনের অর্থদাতা, মদদদাতা ও পলাতক আসামিদের গ্রেফতারের স্বার্থে হুমায়রার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গত বৃহস্পতিবার হুমায়রাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, হুমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’ এর প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হুমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন। গত বছর ১৫ আগস্ট হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালায় পুলিশ। এ সময় জঙ্গি হামলার পরিকল্পনাকারী সাইফুল আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর গত ২০ নভেম্বর করিম ইন্টারন্যাশনাল নামে একটি প্রকাশনা সংস্থার কর্ণধার তানভীর ইয়াসিন করিমকে গ্রেফতার দেখানো হয়। এই তানভীরের স্ত্রী হলেন হুমায়রা। পুলিশ জানায়, হুমায়রাই তানভীরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন এবং আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করেন।

সর্বশেষ খবর