শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আন্দোলন চালিয়ে যেতে বলেছেন খালেদা জিয়া

-------- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

কারাগারে বেগম খালেদা জিয়া ‘খুব ভালো নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ম্যাডামের স্বাস্থ্য খুব ভালো নেই। তার যে আথ্রাইটিজের সমস্যা তা বেড়ে গেছে। তাঁর হাঁটতেও কষ্ট হয়। যেটাকে কিছুটা স্নায়ুবিক সমস্যা বলা হয়, তাও দেখা দিয়েছে। তিনি এখন কিছুটা স্বাস্থ্য সমস্যায় পড়েছেন। এ জন্য প্রয়োজনীয় যে চিকিৎসা দরকার, দুঃখজনকভাবে ওই চিকিৎসা এখনো তিনি পাচ্ছেন না। কারণ, তাঁর যারা চিকিৎসা করতেন ব্যক্তিগত চিকিৎসকদের এখনো দেখা করতে দেওয়া হয়নি।’ গতকাল বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি-প্রধান বেগম জিয়ার সঙ্গে এক ঘণ্টা সাক্ষাৎ করে বাইরে এসে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

জানা যায়, বেগম জিয়ার মুক্তি দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলন-কর্মসূচি জোরদারেরও নির্দেশনা দেন বিএনপি-প্রধান। এ সময় আসন্ন ঢাকা সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী নিয়েও শীর্ষ দুই নেতার মধ্যে কথা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কী বার্তা দিলেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘দেশে যে সংকট বিরাজ করছে, সে সংকট উত্তরণের জন্য তিনি মনে করেন-একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেটা দূর করা সম্ভব। সে জন্য যে চলমান আন্দোলন আছে তা চালিয়ে যেতে বলেছেন। আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি মনে করেন সেটাই একমাত্র পথ।’ খালেদা জিয়ার  স্বাস্থ্য  কেমন  দেখলেন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা যেটা জানতে চাচ্ছেন। বন্দীজীবনে উনি (খালেদা জিয়া) অভ্যস্ত নন। তাকে যখন বন্দী করে রাখা হয় তখন চাপ পড়েই। তবে তাঁর মনোবল অনেক শক্ত। উনি আমাদের চেয়েও শক্ত মনের মানুষ। উনি (খালেদা জিয়া) বার বার এ কথা বলেছেন যে, আমার জন্য আপনারা কোনো ভাববেন না। আমি ভালো আছি, আমি শক্ত আছি এবং এসব ছোটখাটো সমস্যা আমার কোনো সমস্যা করবে না।’ এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০-দলীয়  জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আগে অন্য কিছু নিয়ে আলোচনা নয়। আমাদের এক নম্বর দাবি ও শর্ত হচ্ছে খালেদা জিয়ার মুক্তি। তাঁকে আগে মুক্ত করতে হবে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এখন দুঃসময় চলছে। তরুণদের-যুবকদের বলছি— শুধু  ফেসবুক  দেখলে চলবে না, শুধু  সোশ্যাল মিডিয়াতে দু-একটা কথা বললেই চলবে না,  রাষ্ট্রকে রক্ষা করতে হলে, রাজনীতিকে রক্ষা করতে হলে রাস্তায় সোচ্চার হতে হবে। প্রতিবাদে সোচ্চার হতে হবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। নিজের অধিকারটাকে আদায় করে নিতে হবে।’ জাগপার সভাপতি অধ্যাপক রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মাস্টার এম এ মান্নান, আবিদুর রহমান, আসাদুর রহমান খান, বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর