মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন

সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনারা যদি এতই উন্নয়ন করেন, সরকারের যদি এতই জনপ্রিয়তা তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দিতে এত ভয় কেন? আসলে ভয়ের কারণ হলো বেগম খালেদা জিয়া। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে তারেক একাডেমি নামের একটি সংগঠন। জয়নুল আবদিন ফারুক বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আলোচনার মাধ্যমে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে হবে। খালেদা জিয়া ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির এই নেতা বলেন, সরকার ১০ বছর ধরে হামলা, মামলা, গুম, খুন করে বিএনপিকে শেষ করার চেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য একটাই বিএনপি ও বেগম খালেদা জিয়া যেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করেন। এ সরকার বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে ৫ জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। বিএনপি নির্বাচনমুখী দল দাবি করে ফারুক বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। আর তাই গাজীপুর ও খুলনায় মনোনয়ন দিয়েছি। তবে খালেদা জিয়াকে ছাড়া অন্য কোনো নির্বাচন এদেশের মানুষ কখনও মেনে নেবে না। আয়োজক সংগঠনের সভাপতি পলাশ মণ্ডলের সভাপতিত্বে এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় অন্যরা বক্তব্য দেন।

সর্বশেষ খবর