বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার সম্মান ম্লান

—সৈয়দ আবুল মকসুদ

মুক্তিযোদ্ধার সম্মান ম্লান

বর্তমানে শিক্ষিত বেকারের সমস্যা প্রকট। কোটায় চাকরি দিলে এই  সমস্যা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। কোটায় চাকরি দিলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের মর্যাদা বাড়ে না, মর্যাদা ম্লান হয়। তাই সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে অবিলম্বে কোটা পদ্ধতি সংস্কার করাই হবে বাস্তবসম্মত কাজ। তাতে সরকারেরও লাভ ছাড়া ক্ষতি নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। এই বিশিষ্ট কলামিস্ট আরও বলেন, কোটা পদ্ধতি বাতিলের কথা বলছেন না কেউ, তা সংস্কারের কথা বলা হচ্ছে। এই দাবি নতুন নয়, অনেক আগের। এই দাবি উঠেছে এমন উচ্চ শিক্ষার্থীদের ভিতর থেকে যারা একদিন জাতিকে নেতৃত্ব দেবেন। বিষয়টি নিয়ে যে আন্দোলন চলছে তা সরকারের বিরুদ্ধে নয়। কোটার বর্তমান অবস্থা রেখে দিলে বর্তমান সরকারের কোনোরকম লাভ হবে তাও নয়। একটি ভোটও বাড়বে না বরং কমবে। বিষয়টা জেদাজেদির নয়, যুক্তি দিয়ে আলোচনা করে মীমাংসার বিষয়। বিশিষ্ট এই প্রাবন্ধিক কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে বলেন, জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর। একটি প্রগতিশীল সমাজ বিনির্মাণে মেধার বিকল্প নেই। সরকারের নীতিনির্ধারকরা তা মানতে চাইছেন না। বর্তমান কোটাব্যবস্থায় সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, অসাম্যের জন্ম দিচ্ছে। সংহত জাতি গঠনে এই পদ্ধতি সহায়ক নয়। শুধু প্রতিবন্ধী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য কোটা থাকবে। অন্য কারও জন্য নয়।

সর্বশেষ খবর