বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য নাকচ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের ভ্যাটের আওতায় আনার কথা বললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আয় থাকবে করমুক্ত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য নিয়ে গতকাল একনেক বৈঠকে আলোচনা হলে সেখানে প্রধানমন্ত্রীর ওই বক্তব্য আসে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান। বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের কর আরোপ করা হবে না। শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদালয়ের সব ধরনের আয় করমুক্ত থাকবে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে সোমবার এক মতবিনিময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকেও ভ্যাট নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে তারা (বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক) ভ্যাট নেবেন কি নেবেন না— সেটা তিনি জানেন না বলে মন্তব্য করেন। অর্থমন্ত্রীর ওই কথা গতকাল একনেক বৈঠকে উঠলে প্রধানমন্ত্রী বিষয়টি নাকচ করে দেন।

সর্বশেষ খবর