বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ফারমার্স ব্যাংকে জালিয়াতি

চিশতীসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ চারজনকে গতকাল গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতার অন্য তিনজন হলেন বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ ও ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। ঋণ বিতরণে একাধিপত্যের অভিযোগে মাহবুবুল হক চিশতীকে পদ থেকে অপসারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ঋণ কেলেঙ্কারি নিয়ে তদন্তের মুখে থাকা ফারমার্স ব্যাংকের ১৭ কর্মকর্তা ও গ্রাহকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়েছিল দুদক। জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির কোটি কোটি টাকা আত্মসাতের পর তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন বলে সন্দেহ দুদকের। দুদকের উপপরিচালক সামছুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শককে চিঠি দিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞায় ব্যবস্থা নিতে বলেছেন। চিঠিতে তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ ও ওই টাকায় অবৈধ সম্পদ অর্জন এবং নামে-বেনামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এতে আরও বলা হয়, অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন। এদিকে গ্রেফতার হওয়া ফারমার্স ব্যাংক জালিয়াতির  ঘটনার চারজনকে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে গতকাল  আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে বাবুল চিশতীকে পাঁচ দিনের ও অন্য তিনজনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর