বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

গুজব রটনাকারীদের বিরুদ্ধে মামলা হবে

নিজস্ব প্রতিবেদক

গুজব রটনাকারীদের বিরুদ্ধে মামলা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাড়িতে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেদিনের সংঘাতে একজনের মৃত্যুর গুজব ফেসবুকে ছড়ানোর ঘটনায়ও মামলা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন,  যারা ভিসির বাড়িতে হামলা করেছে তারা কেউ ছাত্র হতে পারে না। কোনো ছাত্র শিক্ষকের বাড়িতে এভাবে হামলা করতে পারে না। কোনো একটি পরিকল্পনা থেকে এটা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। সংঘাতে একজনের মৃত্যুর গুজব ফেসবুকে ছড়ানোর ঘটনায়ও মামলা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কারও নাম বলছি না, আরও অনেকে থাকতে পারে। একজন যেটা প্রকাশ্যে এসেছে। আরও যারা রয়েছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর