বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ট্রাফিক ইন্সপেক্টরের পায়ের ওপর দিয়েই গেল বাস

নিজস্ব প্রতিবেদক

উল্টোপথে চলতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ চালক ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) ওপর বাস তুলে দিয়েছে। এতে গুরুতর আহত হন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন। বাসের চাকা তার বাম পায়ের ওপর দিয়ে  উঠে গেলে পায়ের মারাত্মক ক্ষতি হয়। চিকিৎসকরা বলেছেন, তার পায়ের একটি অংশ কেটে ফেলতে হবে। সোমবার সকালে রাজধানীর পলাশী মোড়ে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, পলাশীর মোড়ে ডিউটি করছিলেন টিআই দেলোয়ার। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস উল্টো পথে যাচ্ছিল। টিআই দেলোয়ারসহ ট্রাফিক বিভাগের তিন সদস্য দৌড়ে যেয়ে বাসটি থামায়। টিআই দেলোয়ার এ সময় বাসের সামনে এসে দাঁড়ায়। বাসের চালক তাদের সঙ্গে কথাকাটাকাটি করে। কিন্তু ট্রাফিক ইন্সপেক্টরের সাফ কথা, উল্টোপথে কোনো যানবাহন যেতে দেওয়া হবে না। এ সময় বাস চালক ক্ষুব্ধ হয়ে বাসে চড়ে বসেন। বাসটি স্টার্ট দেয়। এ সময় টিআই দেলোয়ার বাসটি না চালানোর জন্য বলে। কিন্তু বাস চালক তা মানেনি। তার ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। লাফ দিয়ে ইন্সপেক্টর সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার বাম পা সরিয়ে ফেলতে পারেননি। পায়ের ওপর দিয়েই বাসের চাকা উঠে যায়। অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে বাস চালক বাসটি ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এ্যাপোলো হসপিটালসে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা বলেছেন, পায়ের একটি অংশ কেটে ফেলতে হবে। তার আত্মীয়স্বজনরা শেষ চেষ্টা হিসেবে পান্থপথের একটি হাসপাতালে নিয়ে যান পায়ের চিকিৎসার জন্য। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, এ ব্যাপারে এএসআই আবুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। জনপ্রশাসনের বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

সর্বশেষ খবর