বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত

শুধু ধামরাইতেই তিন, বাকি দুই রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ায়

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সাইদুর রহমান সাইদুল, ঢাকার ধামরাই উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খোকন সূত্রধর নামে এক যুবক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

ফরিদপুর : রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার সাইদুর রহমান সাইদুল (৩২) নিহত হয়েছে। এ ঘটনায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খানসহ তিন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। গতকাল ভোরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরিঘাট সংলগ্ন এলাকার বালুর মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাইদুলের বাড়ি পাবনা জেলার সদর উপজেলার আটঘাটিয়ার চাচকিয়া গ্রামে। তার পিতার নাম তাহামুদ্দিন তেনু। পুলিশের পক্ষ থেকে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, একদল চরমপন্থি রাজবাড়ী সদরের জৌকুড়া ফেরিঘাট এলাকায় অবস্থান নিয়ে গোপন সভা করবে—এমন তথ্যের ভিক্তিতে ডিবি পুলিশের দল গতকাল ভোরে সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় সাইদুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর সাইদুলকে মৃত ঘোষণা করে চিকিৎসক। সাইদুলের বিরুদ্ধে পাবনায় হত্যা, ডাকাতি, অস্ত্র, অপহরণসহ ৭টি মামলা রয়েছে। ধামরাই ( ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। খবর বিডিনিউজ। র‌্যাব ২-এর কোম্পানি কমান্ডার আনোয়ার রাজ্জাক জানান, উপজেলার কেলিয়া মোড় এলাকায় গতকাল বিকাল ৪টায় গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে জানালেও র‌্যাব তাদের নাম-ধাম বলতে পারেনি। র‌্যাব কর্মকর্তা আনোয়ার বলেন, শৈলেন এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক কোটি টাকা স্থানান্তর করবে এ খবর পেয়ে তিনজন ডাকাতির উদ্যোগ নেয়। গোপন খবর পেয়ে র‌্যাবের দল কেলিয়া মোড়ে যাওয়া মাত্রই তারা গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি করলে তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় র‌্যাবের এসআই রাজ্জাক ও সোহেল আহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় ছিনতাই চেষ্টাকালে আটক খোকন সূত্রধর (২৫) নামে এক যুবক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সোমবার গভীর রাতে পৌর এলাকার বাইপাসে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। খোকন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে। এদিকে নিহত খোকন সূত্রধরের বড় ভাই মাখন সূত্রধর অভিযোগ করেন চক্রান্ত করে আমার ভাইকে হত্যা করা হয়েছে । পুলিশ দাবি করেছে, এ ঘটনায় আখাউড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক নুরুল ইসলাম, কামাল হোসেন ও কনস্টেবল শামীম আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল,  দুই রাউন্ড গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, সোমবার দুপুরে একটি বেসরকারি কোম্পানির প্রতিনিধিকে ছুরিকাঘাত করে সাড়ে ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় খোকন নামে ওই ছিনতাইকারী আটক হয়। পরে তার দেওয়া তথ্য মতে সহযোগীদের সন্ধান ও অস্ত্র উদ্ধারে গেলে আখাউড়া-সিলেট বাইপাস রেল লাইনের তিতাস ব্রিজ এলাকায় গেলে পূর্ব থেকে ওতপেতে থাকা খোকনের সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে তারা খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোকনের বিরুদ্ধে খুন, অস্ত্র, ছিনতাইয়ের ঘটনায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর