বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আলোচনা করে সুষ্ঠু নির্বাচন দিন

নিজস্ব প্রতিবেদক

আলোচনা করে সুষ্ঠু নির্বাচন দিন

কর্নেল ড. অলি আহমদ (অব.)

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল ড. অলি আহমদ (অব.) বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) হলো— সরকারের মদদপুষ্ট সংগঠন। যদিও কাগজে-পত্রে ইসির অনেক স্বাধীনতার কথা বলা হয়েছে। চাকরি ক্ষেত্রে কোটা বাতিল না করে সংস্কারের আহ্বান জানান তিনি। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এ কথা বলেন। এ সময় এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সাবেক এমপি আবদুল গনি, আবু জাফর সিদ্দীক প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। অলি আহমদ বলেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সরকারকে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতেই হবে। কোটা সংস্কারে ছাত্র আন্দোলনকে যুক্তিযুক্ত আখ্যা দিয়ে তিনি বলেন, তবে এ ইস্যুতে ভিসির বাসভবনে ভাঙচুরের ঘটনা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ছাত্রছাত্রীরা চেয়েছে কোটা সংস্কার, আর সরকার ঘোষণা দিয়েছে কোটা বাতিলের। তবে আমরাও কোটা সংস্কার চাই। বাতিল নয়। সাবেক এই যোগাযোগমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে দেশে দুর্নীতি, দুর্নীতি খেলা হচ্ছে। যাদের অনেক টাকা আছে, তাদেরকে দুদক ধরে না। কারণ তারা সবকিছু ম্যানেজ করে ফেলেন। সবার মুখ বন্ধ করে দেন। সে জন্যই দুদক তাদের কিছু করতে পারে না। কিন্তু এদেশে কারা দুর্নীতিবাজ, কারা সরকারের কোষাগার লুটপাট করছে— তা এদেশের প্রতিটি মানুষই জানে। এদের না ধরলে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। কর্নেল (অব.) অলি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে একটি ভুয়া ও মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। হাই কোর্ট জামিন দেওয়ার পরও অন্যায়ভাবে তাকে জেলে আটকে রাখা হয়েছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আর দুই বারের বিরোধীদলীয় নেত্রীই নন, তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। স্বাধীনতার ঘোষকের স্ত্রী। তাঁকে এভাবে একটি মিথ্যা মামলায় আটকে রাখা ঠিক নয়। কারণ রাজনীতিবিদদের সম্মান রাজনীতিকদেরই দিতে হবে। অন্যথায় কেউ কাউকে সম্মান দেবে না। সবাই সবাইকে অসম্মান করতে থাকবে। এ জন্য আমার দাবি অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক। তাই আর দেরি না করে অন্তত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক।

সর্বশেষ খবর