বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ইসলামী ব্যাংক চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাজমুল

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। গতকাল ব্যাংকটির বোর্ড সভায় তিনি পদত্যাগপত্র দিলে তা গৃহীত হয়। আরাস্তু খানের জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকের নবনির্বাচিত স্বতন্ত্র পরিচালক ড. নাজমুল হাসানকে। আরমাডা স্পিনিং মিলের পক্ষে নতুন করে পরিচালক হয়েছেন নাজমুল হাসান। উল্লেখ্য, আরাস্তু খানকেও ব্যাংকটির পরিচালক হিসেবে মনোনয়ন করা হয়েছিল আরমাডা স্পিনিং মিলের পক্ষে। একই সঙ্গে গতকাল পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। দুজনই সরকারের সাবেক সচিব। গতকাল সন্ধ্যায় আরাস্তু খান গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরে পারিবারিক কারণে ব্যস্ত থাকায় তিনি ব্যাংকে তেমন একটা সময় দিতে পারছিলেন না। এ জন্য চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আরাস্তু খান বলেন, ‘আমি আগেও অনেক ব্যাংকের সঙ্গে ছিলাম। ওই সব ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংক অনেক বড়। এখানে লোকবলও বেশি। অনেক পলিসি করতে হয়। এটি ব্যবস্থাপনা করাও কঠিন, যা সব সময় আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠছিল না। এসব বিষয়ে আমি নিয়মিত সময় দিতে হিমশিম খাচ্ছিলাম। তাই আজ (গতকাল) বোর্ড সভায় আমি পদত্যাগ করেছি। নতুন চেয়ারম্যানও নির্বাচন করা হয়েছে। আশা করি নতুন পর্ষদের পরিচালনায় ব্যাংকটি ভবিষ্যতে আরও অনেক ভালো করবে।

সর্বশেষ খবর