বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দুদকে হুইপ আতিককে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিককে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ে গতকাল সকাল সোয়া ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিন তাকে টানা সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে শেরপুর-১ আসনের এমপি আতিউর রহমান আতিক গতকাল সকালে দুদক কার্যালয়ে উপস্থিত হন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলাদেশ প্রতিদিনকে জানান, ৫ এপ্রিল আতিককে তলব করে চিঠি পাঠানো হয়েছিল। আতিকের বিরুদ্ধে শেরপুর জেলার তিনআনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামে ৩০ একর জমিতে বাগানবাড়ি তৈরি, ঢাকার ভাটারা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাটসহ নামে-বেনামে কয়েকশ কোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখা, স্কুল-কলেজের এমপিওভুক্তি থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। শিগগিরই তাকে আবারও ডাকা হতে পারে। এ ছাড়া নিয়োগ বাণিজ্যের কিছু তথ্য-উপাত্ত দুদকের পক্ষ থেকে জানানো হলে তিনি নীরব ছিলেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব না দিয়ে তিনি দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।  এদিকে আতিউর রহমান আতিক দাবি করেছেন, বাংলাদেশে একমাত্র তিনিই সততা ও ন্যায়নিষ্ঠভাবে রাজনীতি করেন। দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আতিক বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, বানোয়াট,  চক্রান্তমূলক, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। দুদকের সচিব ড. মো. শামসুল আরেফিন বলেন, তিন বছর আগে অনুসন্ধানটা শুরু হয়েছে। এটা মাঝপথে হাই কোর্টে রিট অবস্থায় ছিল। এখন হাই কোর্ট নির্দেশ দিয়েছে কেসটি অনুসন্ধান করার জন্য।

সর্বশেষ খবর