গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তার বদলির আদেশ স্থগিত রাখতে বলেছে নির্বাচন কমিশন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সংক্রান্ত চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি উচ্চ পর্যায়ের ২০ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে পদায়ন করে প্রজ্ঞাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সম্মতির জন্য ইসির কাছে চিঠি পাঠায়। নির্বাচনী আইন অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়ার পর ১৫ দিন পার না হওয়া পর্যন্ত ডিসি, এসপি, ইউএনওদের ইসির সঙ্গে পরামর্শ না করে বদলি করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই বদলি আদেশে ২০ কর্মকর্তার মধ্যে পাঁচজন রয়েছেন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনভুক্ত এলাকার। ৫ কর্মকর্তার আদেশ ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত স্থগিত রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপসচিব ফরহাদ হোসেন।